নরসিংদীর রায়পুরা উপজেলায় তৃতীয় ধাপে ১২ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। নির্বচনকে কেন্দ্র করে প্রার্থীরা যেন সহিংসতায় না জড়ায়, আইন শৃংখলা বজায় রাখেন এবং নির্বচনী আচরণ বিধি মেনে চলেন সে লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রশাসন।আজ বৃহস্পতিবার সকাল দুপুরে উপজেলা মাঠে এ সভা আয়োজন করেন উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ ফারুক খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ( পিপিএম), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম, সহকারী পুলিশ সুপার ( রায়পুরা সার্কল) সত্যজিৎ কুমার ঘোষ, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিজুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার মো. সুমন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন নির্বাচনে সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান। পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্রার্থীদেরকে আইন মেনে শান্তিপূর্ণভাবে সকলকে ভোটের আহবান জানান। বিশৃংখলা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে বলেও হুশিয়ারি করেন তিনি।সভায় মির্জাপুর, রাধানগর, মহেষপুর,উত্তর বাখরনগর, রায়পুরা ও মরজাল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য সহ সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ