লক্ষ্মীপুরের রায়পুরে ঝাউডগী মদিনা বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকানসহ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৩ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা ২ ঘণ্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো মের্সাস আনোয়ার টের্ডাস, মের্সাস ফারুক টের্ডাস, নিউতি শিল্পালয় ,মের্সাস কামরুল ষ্টোর, সাইফউদ্দিন ষ্টোর, নজরুল ফার্মেসি, সাইমা ডিজিটাল ষ্টুডিও।  রায়পুর ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃআবুল হাসেম জানিয়েছেন তৈল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা জানান,বাজারে ফারুকের দোকান ডিজেলের ড্রাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  মুদী হার্ডওয়্যারে দোকানসহ একে একে ০৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণ করছেন বাজার কমিটি। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। আগুনে পুড়ে যাওয়া মের্সাস আনোয়ার টের্ডাস। 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ