গাইবান্ধার সাফল্য সাহিত্য ও সংস্কৃতিট পরিবারের কবিতা উৎসব-২০২০ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শুক্রবার ১৪ ফেব্রয়ারি গাইবান্ধার বালাসী নৌবন্দরের বাহাদুর শাহ জাহাজে, রংপুরের এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় সাহিত্য সংগঠন সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কবিতা উৎসব ও বার্ষিক নৌ ভোজন -২০২০ অনুষ্ঠিত হয়। কবিতা উৎসবের সভাপতিত্ব করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী ছড়াকার দেলোয়ার হোসেন রংপুরী। এতে বক্তব্য রাখেন, সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি প্রকাশক সাংবাদিক দৈনিক উত্তরদক্ষিন পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি নাসরিন নাজ, কবি,গীতিকার ও শিক্ষা কর্মকর্তা শরীফ আহমেদ, ময়মনসিংহ থেকে আগত কবি বাহাদুর, কিশোরগঞ্জ থেকে আগত কবি শফিকুল ইসলাম, এ্যাডভোকেট আবুল কাসেম ইয়াসবীর,কবি এটি এম মোর্শেদ,ছড়াকার ডাঃ নাজিরা পারভীন ও সংগঠনের সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। স্ব রচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন কবি অধ্যাপক ফেরদৌস আলম,কবি মামুনুর রশীদ, কবি আব্দুল কাদের, কবি গল্পকার মির্জা নুরুন্নবী নূর,আক্তারুজ্জামান সুলতান, সালমা আকতার, ফরিদা ইয়াসমিন পপি,আহসানুল হাবীব মন্ডল, এডভোকেট আবেদুর রহমান সবুজ, কবি বাহাদুর,শফিকুল ইসলাম, নাসরিন সুলতানা, আল আমিন, এস এম মনিরুজ্জামান শাহীন, আমিরুল ইসলাম কবির,আবুল কাসেম ইয়াসবীর,মাজেদুল ইসলাম তুহিন, মহিউদ্দিন জুয়েল, আব্দুল হাদী,শরীফ আহমেদ, লায়লা বিনতে ফিরোজ, আবু হেনা রাব্বি, আশিক আহমেদ, হাবিবুর রহমান, রবিউল ইসলাম, সাজিয়া পারভীন, জাহাঙ্গীর আলম, সায়মুম তারিক মনন,রাসেল আহমেদ। সাফল্য সাহিত্য পরিবারের কবিতা উৎসবে দেশের বিভিন্ন জেলার শতাধিক কবি-লেখক, সাংবাদিক উপস্থিত ছিলেন। কবিতা উৎসবে কবিতা রচনা প্রতিযোগিতা, খেলাধূলা, লটারি, ক্রেষ্ট প্রদান,পুরস্কার বিতরণ, গান,স্ব রচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিবার বাংলাদেশের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী ও প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাসরিন নাজ জানান ১০ জেলা থেকে আগত এ কবিতা উৎসব সকলকে ভিন্ন রকম স্বাদ, আনন্দ ও কবি গল্প রচনার খোরাক যুগিয়েছে। আগামী কবিতা উৎসব বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে করা হবে। আয়োজন শেষে সকল কবি বৃন্দ লাইফবয় ফ্রেন্ডশীফ এর আন্ডারগ্রাউন্ড প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।