জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শনিবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।  জেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল এ জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থজনিত কারণে শেষ পর্যন্ত তিনি জনসভায় যোগ দিতে পারেননি। 
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ দুপুর ১২টার দিকে হেলিকপ্টার যোগে জামালপুরে পৌঁছান। প্রথমেই তারা কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের নিয়ে জেলা আওয়ামীলীগের অফিসের সামনে নবনির্মিত বঙ্গবন্ধু মুর‌্যাল উদ্বোধন করেন। 
বিকাল ৩টায় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিশাল জনসভা। 
জনসভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মির্জা আজম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বাবু অসিম কুমার উকিল, বিএম মোজ্জামেল হক, সফিউল আলম চৌধুরী নাদেল, বেগম শামসুন্নাহার চাঁপা, মারুফা আক্তার পপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, বেগম হোসনে আরা এমপি, সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরাসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 
বেলা ২টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে এলেও সকাল থেকেই এই জেলার ৭টি উপজেলা থেকে আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীরা সভাস্থলে জড় হতে থাকেন। দুপুরের মধ্যেই জিলাস্কুল মাঠটি কানায় কানায় ভরে যায়।  কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর জেলাকে একটি উন্নত জেলা হিসাবে রূপান্তর করতে প্রতি প্রতিশ্রুতি দেন।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ