করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪দিনের কঠোর লকডাউনে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে জেলার গুইমারা উপজেলার দূস্থ ও হতদরিদ্র প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সাংসদ ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স কমিটির চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মেমং মারমার সভাপতিত্বে গইমারা গভর্মেন্ট মডেল হাই স্কুল অডিটোরিয়ামে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরী চৌধুরী জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, একে অপরের সহায়তায় পাশে থেকে মহামারি করোনা ভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকুন, সুস্থ থাকুন, মহামারী অতিক্রম করে আবারো সুন্দর পৃথিবীতে বাঁচার স্বপ্ন নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। এবং সকলকে মাস্ক পরিধান করার আহবান জানান। প্রদানকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চাউল ১০ কেজি, ডাল ১কেজি, তেল ১ কেজি, আলু ২কেজি, লবন৫০০ গ্রাম, পেঁয়াজ ১কেজি। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি অসহায় দুস্থ মানুষগুলো জানান, করোনা মহামারীর কষ্টে থাকার মাঝে এ ত্রাণ সামগ্রী পেয়ে কষ্টে কিছুটা হলেও স্বস্থি পাচ্ছেন বলে মন্তব্য করেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ