বগুড়ায় আশ্রয়ন প্রকল্পের সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক আহত। বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশন বগুড়া অফিসের ষ্টাফ রিপোর্টার মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবি হামলার শিকার হয়েছে। সাংবাদিক মাজেদ রহমান জানিয়েছেন, তাদের উপর হামলা চালিয়েছে বগুড়া সদরের নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও তার সহযোগী মো: জনি।ঘটনার পর থেকে নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও মো: জনি পুলিশি গ্রেফতার এড়াতে পালিয়ে রয়েছে। হামলাকারিদের গ্রেফতারে অভিযান চলছে। 

হামলায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দিয়েছে। চিকিৎসকরা বলছেন, তাদের শরীরে শক্ত কিছু দিয়ে আঘাত করে আহত করা হয়েছে। হামলাকারিরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর, ৪টি মোবাইল ফোন, মানিব্যাগসহ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে।বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গৃহহীন ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় বগুড়া সদরের দশটিকা গ্রামে বাড়ি নির্মাণ কাজ চলছে। সেখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাজেদ জানান, বুধবার দুপুরে তিনি ক্যামেরাপার্সন রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের সচিত্র সংবাদ সংগ্রহ করতে যান। তারা ঘটনাস্থলে পৌঁছে নিম্নমানের ইট, সিমেন্টের পরিমান কম দিয়ে কাজ করা দেখতে পেয়ে ভিডিও চিত্র ধারণ ও স্থানীয়দের সাথে কথা বলার সময় স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করে। তারা ক্যামেরা ভাঙচুর করে কেড়ে নেয় এবং দুইজনকে আটকে রেখে কাঠের বাটাম দিয়ে বেদম মারপিট করে। এতে তারা আহত হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, আহত অবস্থায় দুই সাংবাদিককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে এলাকায় পুলিশ অভিযান শুরু হয়েছে। সাংবাদিক মাজেদ ও রবি সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ