ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেয়ার পথে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ম্যাচে দশ উইকেট।ম্যাচে মাত্র ১১৭ রানে ১২ উইকেট (৭/৫৮+ ৫/৫৯) নিয়ে গড়েছেন দেশের পক্ষে এক ম্যাচে সেরা বোলিং ফিগারের রেকর্ড। সবমিলিয়ে চলতি বছর ১৪ ইনিংসে বোলিং করে মিরাজের উইকেট সংখ্যা ৪১টি। যা কি-না এক বছরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।এক বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও এ বছরেই গড়েছেন তাইজুল ইসলাম। তিনি ৭ ম্যাচের ১৩ ইনিংসে নিয়েছেন ৪৩টি উইকেট। এমন বোলিংয়ের পর আইসিসি র‍্যাংকিংয়ে বড়সড় লাফ দেবেন মিরাজ- এমনটা অনুমেয়ই ছিলো।তেমনই জানা গেল আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১২ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন মিরাজ। ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিং নিয়ে উঠে গেছেন ক্যারিয়ার সেরা ১৬ নম্বর অবস্থানে। এছাড়া বোলিং র‍্যাংকিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি।তবে ব্যাটিং র‍্যাংকিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকায় ৮০ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন সাকিব, রেটিং ৬১৬। ক্যারিয়ার সেরা ইনিংসে ১৩৬ রান করে মাহমুদউল্লাহ এগিয়েছেন ১৫ ধাপ। তিনি উঠেছেন ৪৮ নম্বর স্থানে, রেটিং ৫১১।মিরাজ, সাকিব, মাহমুদউল্লাহরা এগোলেও, পিছিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গিয়েছেন মুমিনুল। মুশফিক পিছিয়েছেন ৭ ধাপ, চলে গিয়েছেন ২৮ নম্বরে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ