রাজশাহীর বাগমারা উপজেলায় দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে চঞ্চল কুমার (৪২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।শনিবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় চঞ্চলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়। এর আগে উপজেলার তাহেরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মরদেহ রামেক হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। বাগমারা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, গুরুতর আহত চঞ্চলকে রামেকে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়। বর্তমানে এ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ