আমি বাংলাদেশের একমাত্র জেলা সাধারন সম্পাদক ;যার সাথে সাক্ষাত করতে কোনো পাস লাগেনা,কোনো অনুমতি লাগেনা ; মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই-বলে বক্তব্য  দিয়েছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।মঙ্গলবার বিকালে ঢাকা থেকে রাজশাহী ফিরে নগরীর লক্ষিপুর দলীয় কার্যালয়ের সামনে পথসভায় নেতাকর্মীদের সামনে রেখে এসব বক্তব্য দেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই প্রবীণ নেতা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদীয় আসনে মনোনয়নে জন্য দৌঁড়ে থাকলেও শেষ পর্যন্ত নৌকার টিকিট পেয়েছেন আয়েন উদ্দীন এমপি।নৌকার জন্য পরিশ্রম করেও প্রধানমন্ত্রী তাকে মনোনিত না করায় কষ্টেসৃষ্টে মেনে নিয়েছেন। তবে নৌকার প্রার্থীদের আচরণে পরিবর্তন আনতে বলেছেন আসাদ।এসময় তিনি নৌকার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন,নৌকা পাওয়া বিজয় নয়।মিষ্টি খাবেন,গলায় ফুলের মালা দিয়ে,আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মীকে অবজ্ঞা করে বিজয়ী হওয়া যাবেনা। আপনাদের আচরণে পরিবর্তন আনতে হবে।পথসভায়  কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করব। রাজশাহীর ৬টি আসনে নৌকাকে বিজয়ী করতে চাই।পথসভায় বক্তব্য প্রদানকালে চাঁপা কষ্ট ও তার কণ্ঠে কান্না বিজড়িত সুর ভেসে আসে। সেসময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। কর্মীরাও কষ্টের সাথে মেনে নিয়েছেন। তারা নৌকার পক্ষে কাজ করতে সহমত পোষণ করেন।পথসভায় আওয়ামীলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন  দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ