মাত্র ১০ দিনের ব্যবধানে পটুয়াখালী জেলার গলাচিপায় অটোরিকশা কেড়ে নিল আরো একটি প্রাণ। আজ সোমবার সকাল ১০টায় গলাচিপা-চিকনিকান্দি সড়কে ডাকুয়া ফুলখালী ব্রিজের দক্ষিণ পাশে অটোরিকশা চাপায় পাঁচ বছরের শিশু হাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। গলাচিপা থানার এস আই মো. ইব্রাহিম মোল্লা জানান, সোমবার সকাল ১০টার দিকে গলাচিপা-চিকনিকান্দি সড়কের ফুলখালী ব্রিজের দক্ষিণ পাশে আকাশে উড়ে যাওয়া হেলিকপ্টার দেখার জন্য শিশু হাফিজ দৌড়ে সড়কে ওঠে। এ সময় চিকনিকান্দি থেকে গলাচিপা যাওয়ার সময় অটোরিকশা ড্রাইভার হারুন প্যাদা হাফিজকে চাপা দেয়। পরে হাফিজকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গলাচিপা-বদনাতলী সড়কে সেজন হাওলাদারের বাড়ির কাছে অটোরিকশার ধাক্কায় মামুনতক্তি গ্রামের তোতা মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার রিয়া নিহত হন। অপর অটোরিকশায় থাকা গলাচিপা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মারুফা ও সুলতানা মারাত্মক আহত হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ