কিশোরগঞ্জের ভৈরবের মাসুদা আক্তার কর্তৃক কুলিয়ারচরের প্রবাসী আতিক হাসান নিলয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার সহধর্মীনি জান্নাতুন্নেছা। ১৫ এপ্রিল শনিবার কিশোরগঞ্জ কুলিয়ারচর পৌর শহরের বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ মাঠ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জান্নাতুন্নেছা বলেন, ভৈরব পৌর শহরের আমলা পাড়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী ও আনোয়ার হোসেনের মেয়ে মাসুদা আক্তারের (৪০) সাথে দীর্ঘ ১বছর আগে ফেসবুকে আমার স্বামী আতিক হাসান নিলয়ের পরিচয় হয়। পরিচয়ের সুবাধে মাসুদা আক্তার আমার স্বামী নিলয়কে প্রেমের ফাঁদে ফেলে প্রয়োজনের কথা বলে বিভিন্ন সময়ে  বিকাশের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা নেওয়া শুরু করে। এইভাবে আমার স্বামীর নিকট থেকে প্রায় ৩লক্ষ টাকা হাতিয়ে নেয় মাসুদা আক্তার। পরবর্তীতে আমার স্বামী টাকা ফেরত চাইলে মাসুদা আক্তার বিভিন্ন অযুহাত দেখিয়ৈ তালবাহানা করতে থাকে। টাকা আত্মসাতের উদ্দ্যেশ্যে মাসুদা আক্তার আমার স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকী দিয়ে আসছে। আমি আমার স্বামীর পক্ষ থেকে মিথ্যা অভিযোগ ও ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি টাকা উদ্ধারের সুব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবাসী আতিক হাসানের মা রহিমা বেগম ও তার শিশু সন্তান আদি হাসান উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ