নেত্রকোনার পূর্বধলায় "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্য সামনে রেখে  সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, ওয়ার্ল্ডভিশনসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা মাধ্যমে দিবসটি পালন করা হয়। 
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স'র সভাপতিত্বে উপ-সহকারি কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম সবুজে’র সঞ্চালনায় মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারি কমিশনার ভূমি জিনিয়া জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লাভলী বেগম, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে আজকের পৃথিবী। আধুনিক বিশ্বে নারী-পুরুষ সমান অধিকার নিয়ে একই সঙ্গে সব স্তরে কাজ করছে। তবে নারীর ন্যায্য অধিকার নিয়ে কর্মস্থলে সফলভাবে কাজ করতে পারার পেছনে রয়েছে এক সাহসী সংগ্রামের ইতিহাস।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ