ঠাকুরগাঁওয়ের রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর (শনিবার) দুপুরে ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের ক্যাম্পাসে ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন, ম্যানেজিং কমিটির সদস্য রাম কৃষ্ণ বর্মন, ম্যানেজিং কমিটির সদস্য ও রুহিয়া গিন্নী দেবী মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক গোলাম মোস্তফা, ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষক আলহাজ্ব মোঃ এমদাদ আলী (সাবেক শিক্ষক, আটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়),  মোঃ ইউনুস আলী (সাবেক শিক্ষক, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়), অভিভাবক আলহাজ্ব ইদ্রিস আলী, মোঃ শফি সরকার, সিদ্দিকুর রহমান শানু, ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষক দিয়ানর রহমান (সাবেক শিক্ষক, আখানগর উচ্চ বিদ্যালয়), শিক্ষিকা ও সাবেক মহিলা ইউপি সদস্য মোছাঃ হালিমা খাতুন প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষার্থীরা সফলতার সাথে কৃতিত্ব অর্জন করায় মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে পরীক্ষার ফলাফল এবং পুরস্কার তুলে দেন পরিচালনা পর্ষদের সদস্য এবং অতিথিবৃন্দ। উল্লেখ্য, গত ২০১৯ সালে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১৩৯ জন ছাত্র/ছাত্রী। বৃত্তি পেয়েছে ৯৬ জন (টেলেন্টপুলে ২১ জন, সাধারণ গ্রেডে ৪৮ জন এবং বিশেষ গ্রেডে ২৭ জন)।অনুষ্ঠান সঞ্চালায় ছিলেন, রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষক মহেশ্বর চন্দ্র বর্মন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ