পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে শেরপুর সদর উপজেলা সভা কক্ষে, এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাতৃমৃৃত্যু হার কমিয়ে আনা, বাল্যবিবাহ প্রতিরোধ করা, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতির জন্য সময়মত পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী আগাামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে মাতৃমৃৃত্যু ৭০-এ নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। স্বাস্থ্যঝুঁকি কমাতে কাজ করছে পরিবার পরিকল্পনা বিভাগের প্রয়োজনীয় সেবা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শেরপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনার অফিসার ডাঃ শারমিন রহমান অমির সঞ্চালনায়, বক্তব্য রাখেন ডাঃ মোবারক হোসেন, উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেরপুর , সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ