বাগেরহাটের চিতলমারীর কৃতি সন্তান উজ্জল মুন্সী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে  চিতলমারীর কৃতি সন্তান উজ্জল মুন্সী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত হওয়ায় তাকে অ়ভিনন্দন জানিয়েছেন চিতলমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হিরাসহ বিভিন্ন  সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, উজ্জল মুন্সী চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও শেরে বাংলা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে মালেশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ইতোপূর্বে তিনি  ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ