জামালপুরে জমে উঠেছে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘীরে সারা দেশের ন্যায় জামালপুরে জেলা জুড়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চলছে বিরাট উৎসাহ উদ্দীপনা। আগামী ২৮ নভেম্বর সোমবার ঐতিহ্যবাহী জামালপুর জিলা স্কুল মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘীরে জেলায় প্রার্থীদের শুভ কামনায় গেইট,ব্যানার,ফেষ্টুনে ছেয়ে গেছে। জানা গেছে, জামালপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ১, সাধারণ সম্পাদক পদে -৪ জন তাদের প্রার্থীতা ঘোষনা করেছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহর প্রতিদন্ধী না থাকায় বলা চলে বিনা প্রতিদন্ধীতায় পুন নির্বাচন হওয়ার সময় মাত্র বেপার হয়ে দাড়িয়েছে । 
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক ছাড়াও আরোও ৩জনের কথা শুনা যাচ্ছে। তারা হলেন,বর্তমান কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক,বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম জাফর ইকবাল জাফু ও সদস্য,এফবিবিসিআইয়ের পরিচালক মোঃ রেজাউল করিম রেজনুর নাম শুনা যাচ্ছে। 
তবে বর্তমান কমিটির সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী বিকল্প নেই বলে মনে করছেন দলের নেতা কর্মীরা। দলের নেতা কর্মীরা বলেন , জামালপুর জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নিজ হাতে দল নিয়ন্ত্রন করেন এছাড়া বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ একটি সুশৃঙ্খল দল।
সাধারণ নেতা কর্মীরা মনে করেন,যেহেতু জামালপুর জেলা আওয়ামীলীগ সুশৃঙ্খল ও সুসংগঠিত দল সেহেতু আগামী ২৮ নভেম্বর জেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তৃনমূল নেতাকর্মীরা মনে করেন তারা বর্তমান কমিটিকেই পূনরায় নির্বাচিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি আসন মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে ব্যাপক ভূমিকা রাখবেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ