কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভৈরব থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম মোল্লা সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুলহাস হোসেন সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, ভৈরব শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,  ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ, ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ শ্যামল মিয়া প্রমুখ।
এসময় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশসহ উপজেলার বিভিন্ন গ্রামের সচেতন জনগণ উপস্থিত ছিলেন।বক্তৃতারা বলেন, ভৈরব থানার বিভিন্ন গ্রামে জুয়া, চুরি ছিনতাই ও মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। এতে করে যুব সমাজ ও সামাজিক পরিবেশ দিন দিন অবক্ষয়ে দিকে ধাবিত হচ্ছে। মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহবান জানানো হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ