সরকারী টাকা আত্মসাতের দায়ে কুষ্টিয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার  (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু।আদালত সূত্রে জানা গেছে, দুই যুগ পূর্বে ১৯৯৮ সালে স্থানীয় সরকার পকৌশলী অধিদপ্তর এলজিইডির দুইটি চেক জালিয়াতি করে সরকারের সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের দায়ে এলজিইডি কুষ্টিয়া অফিসের পিয়ন আব্দুল মতিনকে (৬৫) ৬ বছর এবং মসজিদের ইমাম কারী মোঃ আবুল কাশেমকে (৭০) ৪ বছর সশ্রম কারাভোগসহ পৃথক ভাবে ১৮ লক্ষ টাকা জরিমানা এবং হিসাব রক্ষক (অবসরপ্রাপ্ত) সাফায়েত হোসেনকে (৭৫) দুই বছরের সাজার আদেশ দিয়েছেন আদালত। দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, সরকারী টাকা আত্মসাতের মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তিনজনকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ