গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বই বৃক্ষ অনলাইন প্লাট ফমের  উদ্ধোধন করা হয়েছে।
গত শনিবার উপজেলার কবি সুকান্ত ভট্টাচার্য অডিটরিয়ামে সামাজিক সংগঠন আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে পাঠকদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দিতে এ বই বৃক্ষ অনলাইন প্লাট ফমের উদ্ধোধন করা হয়।আশার আলো ফাউন্ডেশনের কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি ও কোটালীপাড়া বই বৃক্ষ অনলাইন প্লাট ফমের প্রতিষ্ঠাতা পরিচালক পি.এস.পল্লব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বই বৃক্ষ অনলাইন প্লাট ফমের উদ্ধোধনী অনুষ্ঠানে বই বৃক্ষ অনলাইন প্লাট ফমের  পরিচালনা পরিষদের সদস্য ডলি ইসলাম, শিব পোদ্দার,সানজিদা মিম, ঐশ্বর্য সাহা উপস্থিত ছিলেন।
আশার আলো ফাউন্ডেশনের কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি ও কোটালীপাড়া বই বৃক্ষ অনলাইন প্লাট ফমের প্রতিষ্ঠাতা পরিচালক পি.এস.পল্লব সাহা বলেন, কোটালীপাড়াব্যাপী জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে কোটালীপাড়া বই বৃক্ষ অনলাইন প্লাট ফম নামে একটি সংগঠনের উদ্ধোধন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে  সকল বয়সের বইপ্রেমীরা ফোন করলেই বিনামূল্যে আমরা বই পৌঁছে দিবো। আবার বই পড়া শেষ হলে আমরা গিয়ে বই নিয়ে আসবো। এতে বইপ্রেমীরা বেশি করে বই পড়তে অভ্যস্ত হবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ