ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের ৮৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় যুব মহিলা লীগ। তামান্না ইয়াসমিন প্রিয়াংকাকে আহবায়ক করে কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে ক্রমানুসারে স্মৃতি আক্তার, শারমিন আক্তার লাকি, নাহিদা ইয়াসমিন, তুলিন সরকারকে। কমিটিতে সদস্য রাখা হয়েছে এক ঝাঁক মেধাবী তরুণ নেতৃত্বকে।যুব মহিলা লীগ ময়মনসিংহ বিভাগীয় টিমের সুপারিশক্রমে শুক্রবার পহেলা জুলাই কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আহবায়ক করা হয়েছে দুর্দিনে রাজপথে লড়াই সংগ্রাম করে উঠে আসা যুবনেত্রী তামান্না ইয়াসমিন প্রিয়াংকাকে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন সকল গণতান্ত্রিক লড়াই সংগ্রামে ময়মনসিংহ জনপদের সিংহ পুরুষ আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ও তার সহধর্মিণী মহিলা আওয়ামী লীগ সভাপতি নুরুন্নাহার বেগম সেফালীর দখলে ছিলো ময়ননসিংহের রাজপথ। সে সময় নারী নেতৃত্বের অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রামকে বেগবান করেছেন আজকের এই যুবনেত্রী তামান্না ইয়াসমিন প্রিয়াংকা। তৎকালীন শাসক দলের নির্যাতন নিপীড়নে আহত হলেও রাজপথ ছাড়েননি তিনি। অপরদিকে রাজপথ থেকে বেড়ে উঠা শিক্ষিত পরিশ্রমী সংগঠক ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন আক্তার লাকি'র রয়েছে ব্যাপক অর্জন। তাকে কমিটিতে যোগ্য স্থানে অধিষ্ঠিত করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনের লোকজন অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ময়মনসিংহের ত্যাগী রাজনীতিকরা আনন্দ প্রকাশ করেছেন সময়োপযোগী সঠিক নেতৃত্ব বাছাই করে কমিটি উপহার দেওয়ার জন্য।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ