যশোরের বিবেক সেচ্ছাসেবী সংগঠনে সুভ সূচনা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ”মানবতার কল্যাণে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে যশোরের স্থানীয় একঝাক সাংবাদিক মানুষের কল্যাণে কাজ করার লক্ষে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে। তারি ফলস্বরূপ গতকাল বুধবার (৩০ মার্চ) সকালে যশোর পৌর পার্কে সভা চত্তরে সংগঠনের কমিটির ১৩ পদস্থ সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নীতিমালা, কমিটি ঘোষণা ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা।সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান শিমুলের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম ওবায়দুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক সালাউদ্দীন সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএইচ উজ্জ্বল, দপ্তর সম্পাদক এ্যান্টনি দাস অপু, ত্রান ও দূর্যগ ব্যাবস্থাপনা সম্পাদক আসিফ সেতু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমিত দাস শুভ, প্রচার সম্পাদক শাহারুল ইসলাম ফার্দিন, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ ইসতিয়াক আশিক রবিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম শোভন, নির্বাহী সদস্য আশিকুর রহমান টনি এবং সাধারণ সদস্য মাসুম হোসেন।কমিটিতে আরো যারা আছেন, সহ সভাপতি এস হাসমী সাজু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমিত দাস শুভ, নির্বাহী সদস্য আরেফিন কবির। সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- মো: আবুল কালাম আজাদও আসাদুজ্জামান নূর।বিবেক সেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম পরিকল্পনা ও নীতিমালা:বাংলাদেশের মাটি ও মানুষের আত্মসামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন, ঐতিহ্যবাহী ভাষা, সাহিত্য- সংষ্কৃতি লালন, পরিবেশ ও মানবাধিকার সংরক্ষন করার একটি তৃণমূল আন্দোলন সৃষ্টি করে দেশ ও মানুষের সেবার আস্থা অজর্ন আমাদের মূল লক্ষ্য।সবশেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভি বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আমরা কমবেশী সকলেই ভাল কাজগুলো করে থাকি তবে সু-সংঘঠিত হতে পারলে ভালো কাজগুলোকে আরো ভালো ভাবে করা সম্ভব। এ লক্ষ্যে আমরা মানবকল্যাণে আরো গতিশীল ধারা অব্যাহত রাখতে একটি ব্যানারের প্রয়োজন ছিল সে কারনেই আজ বিবেক নামের সংগঠনের যাত্রা শুরু হলো।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ