অর্থনীতি
-
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ৪৭ সদস্যের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সম্পদের মালিক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এই সাংসদ এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন। মন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক মেহেরপুর-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
-
তখন বেলা সাড়ে ১১টা প্রায়। কাজের ফাঁকে ক্ষেতের মাটিতে একটু দম নিচ্ছিলেন দিনমজুর মকবুল হোসেন। একফাঁকে সঙ্গে রাখা পানের কৌটা বের করে চুন মাখিয়ে একপাতা পান মুখে পুরে নেন। এরপর আবারো মনযোগী হন আলুর ক্ষেতে গজানো ছোট ছোট আগাছা উঠানোর কাজে।সাত সকালে আলুর জমিতে নেমেছেন মকবুল হোসেন ও আমজাদ হোসেন। সেই থেকে ক্ষেতের আগাছা পরিষ্কারে সমানতালে চালাচ্ছিলেন পাঁচুন।