নরসিংদীর রায়পুরায় সূবর্নজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে "শপথ অনুষ্ঠান" আয়োজন সংক্রান্ত ব্যাপারে নরসিংদীর রায়পুরা উপজেলার সকল পর্যায়ে নেতৃবৃন্দ ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান বৃন্দদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাত হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, সাংবাদিক ও উপজেলার সকল ইউপির নব-নির্বাচিতবৃন্দ। অনুষ্ঠানে মহান বিজয় দিবস ২০২১ এর বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচীর আলোকে সকল স্থানের বিজয় দিবসের নির্ধারিত ভেন্যুতে শপথ অনুষ্ঠানটি আয়োজন করার জন্য পরামর্শ প্রদান করেন৷ উল্লেখ্য, আগামী ১৬ই ডিসেম্বর একযোগে সারাদেশে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে৷ওইদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারাদেশের সাথে সংযুক্ত থাকবেন৷