নরসিংদীর রায়পুরা পাড়াতলী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী বাজারে রবিবার রাত আনুমানিক ৮ টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পাড়াতলী বাজারের মামুন মিয়ার একটি ফ্রিজের গোডাউন, হেলাল মিয়ার কাপড় ও জুতার দোকান, আলমাছ মিয়ার কম্পিউটারের দোকান এবং কাজি হান্নান মিয়ার ঔষধের দোকানসহ বেশ কয়েকটি দোকান আগুনে ভষ্মীভূত হয়। কাজি ইলেকট্রনিক্সের গোডাউনে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয় মালিক মামুন মিয়ার এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতির কথা জানিয়েছেন দোকান মালিকরা। স্থানীয়রা জানায়, রবিবার আনুমানিক রাত ৮ টায় মামুন মিয়ার ফ্রিজের দোকানে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মুহুর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে বাজারে থাকা স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষন চেষ্টার পর প্রায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। কি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা প্রাথমিক ভাবে কেউই জানাতে পারেনি। তবে কেউ ইচ্ছাকৃত ভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের।