মোংলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে মোংলা-খুলনা মহাসড়কের হোলসিম সিমেন্ট মিঃলিঃ নামক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। মাসুদ হোসেন (২৭)পুরাতন মোংলার সিগনাল টাওয়ার এলাকার মন্টু হোসেন ছেলে বলে জানাযায়।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সোয়া ৭টার দিকে মাসুদ হোসেন (২৭) নামের এক যুবক মোংলা বন্দর এলাকা থেকে তার কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হোলসিম সিমেন্ট মিঃ লিঃ রোডে পৌঁছাতেই বুড়িরডাঙ্গা বাইপাস রোড থেকে দ্রুত গতিতে মটর ভ্যান এসে মটরসাইলটিকে ধাক্কা দেয়। এতে ওই যুবক ছিটকে নিচে পড়েন। এ সময় যুবকের মাজার নিচের অংশে, মাথায়, মুখে প্রচন্ড চোট লাগে পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সকাল ৮টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর কয়েক দিন আগে মোংলা বন্দরে কর্মকর্ত সিঃ আঃ এ্যাঃ আবু তাহের ও সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধিন আছে।মোংলা থানার মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, প্রথমে ছেলেটির কোর পরিচয় পাওয়া যায়নি, পরবর্তিতে ছেলেটির পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি এবং মোটরসাইকেলটি আমাদের হেপাজতে রেখেছি। ঘাতক ভ্যান চালকের ও সন্ধান করছি। এই ধরনের দূর্ঘটনায় জন্য আমরা খুব তাড়াতাড়ি অভিযান পরিচালনা করবো।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ