নওগাঁ সড়ক বিভাগাস্থ উন্নয়ন প্রকল্প ও মেরামত পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁ সড়ক বিভাগাধীন উন্নয়ন প্রকল্প ও মেরামত কর্মসূচীর নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২নভেম্বর) বিকালে নওগাঁ সড়ক বিভাগের সভা কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর। সওজ রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের টেকনিক্যাল সার্ভিসেস উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সওজ রাজশাহী সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীন আলম, সওজ পাবনা সার্কেল তত্ত¡াবধায়ক প্রকৌশলী সমীরণ রায়, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় শেষে প্রধান প্রকৌশলী নওগাঁ সড়ক বিভাগ চত্ত্বরে পরিদর্শন করেন এবং একটি গাছের চারা রোপন করেন।