নরসিংদীর মাধবদীতে র্যাব-১১ অভিযানে ০২ চাঁদাবাজ গ্রেফতার
। সোলায়মান হাসান : নরসিংদী জেলার মাধবদী থানাধীন আনন্দী চৌরাস্তা মোড়ের সামনে রাস্তায় বিভিন্ন যানবাহন হতে চাঁদা আদায় কালে দু'জনকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান, জনাব মোঃ তৌহিদুল মবিন খান, কোম্পানী কমান্ডার র্যাব-১১ সিপিএসসি, নরসিংদী। গত ৯ই জুলাই আনুমানিক রাত ৯: ১৫ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন গোপালদী গ্রামের ওসমান মিয়ার এর ছেলে ১/ মোঃ শাকিল ইসলাম(২৪)। নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন দীঘি মাছিয়ালী গ্রামের তোতা মিয়ার ছেলে, মোঃ হারিছ মিয়া ওরফে কফির উদ্দিন (৪৫)। উক্ত সময় আসামিদের থেকে চাঁদা আদায়ের নগদ ২,৭০০ টাকা, দুইটি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। নরসিংদী র্যাব-১১ কোম্পানী কমান্ডার জানান, আমাদের এইরকম অভিজান চলমান থাকবে।