রংপুরে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নূর আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন
রংপুরের পীরগাছা উপজেলার ১ নং কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দুই বারে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মো: নূর আলম মিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিদিনের সংবাদ ও জয়যাত্রা টিভি রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল। এসময় উপস্থিত ছিলেন কল্যাণী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ। ২১ জুন নৌকা প্রতীক নিয়ে নুর আলম মিয়া ৭ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কাওছার আলম আনারস প্রতীকে ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে পরাজিত হন।
উল্লেখ্য, যে গত ২১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত সোয়া ৯টার দিকে ফল ঘোষণা করেন পীরগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী।