বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)র কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাটের(৩৫) কটূক্তির প্রতিবাদে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে আওয়ামীমীগের অঙ্গ-সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  রবিবার (২০ জুন) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা মুজিব চত্বরে ছাত্রলীগের ব্যানারে কটুক্তিকারী জিয়াউর রহমান সম্রাটের দৃষ্টান্তমুলক শাস্তি ও রবেন্সকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল সাড়ে ৪টায় একাত্তরের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নোয়াখালী শাখার আয়োজনে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে। এদিকে দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে নোবিপ্রবি’র কর্মকর্তা সম্রাটের কটূক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।  এর আগে শনিবার কবিরহাট উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের আয়োজনে কবিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে।  একই দিন নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করে।  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকেও তীব্র নিন্দা জানান। সন্ধায় জিয়াউর রহমান সম্রাটের বিরুদ্ধে থানায় আরো একটি অভিযোগ দাখিল করে শাহাদ হোসেন নামে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের এক নেতা।  এছাড়াও নেয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।  সমাবেশে বক্তরা ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তিকারী সম্রাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  একই সাথে বক্তারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসির প্রতি প্রশ্ন রাখেন সে একজন সরকারি কর্মকর্তা কিন্তু সে অফিস না করে কিভাবে বেতন নেয়।  উল্লেখ্য, গত (১৭ জুন) রাত ১২টা ৮মিনিটের দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাট তার নিজের ফেইসবুক অ্যাকাউন্ট (সম্রাট এসএফ) থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ আজেবাজে স্ট্যাটাস দিলে, তার বিরুদ্ধে কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম (৪৮) কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগে বলা হয় বিবাদী নোবিপ্রবি’তে কর্মরত থাকা অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন।  এদিকে জিয়াউর রহমান সম্রাটের মদ পানের ছবি ও ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে। শনিবার দুপুর আড়াইটার দিকে অভিযুক্ত জিয়াউর রহমান সম্রাটকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজিরহাট সংলগ্ন এলাকা থেকে আটক করে পুলিশ।  কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, সম্রাটকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ