রংপুরে অনুমতি ছাড়াই রাস্তার গাছ কর্তনের অভিযোগ
রংপুরের কাউনিয়া উপজেলার সিংহেরকুড়া এলাকায় এলজিআরডি রাস্তা নির্মান কাজ করার ফলে রাস্তার দুই পাশে থাকা বন বিভাগের ৬০ টি গাছ রেজুলেশন না করেই কর্তনের অভিযোগ উঠেছে। জানা গেছে, কুর্শা ইউপি চেয়ারম্যান ও কিছু প্রভাবশালীদের নেতৃত্বে ৬০ টি গাছ কর্তন করা হয়। কাউনিয়া উপজেলার সিংহেরকুড়া এলাকায় সাধারন মানুষ এবং বনবিভাগ কতৃক সৃজনকৃত বন যা গাছ নাম্বারিং করে টেন্ডারের জন্য অপেক্ষা করেছে বলে জানিয়েছেন তারা। আজ রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সিংহেরকুড়া এলাকায় রাস্তার নির্মান কাজ শুরু করার ফলে দুই পাশে থাকা ৬০ টি গাছ কর্তন করা হয়। যার মুল্য পায় ৬ লক্ষ টাকা। স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান ও মেম্বারেরা অনুমতি না নিয়ে এই ভাবে সমিতির গাছ কর্তন করেছে। কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার বলেন, যাদের গাছ তারাই কেটেছে। গাছ কাটতে অনুমতি নিতে হয়। সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার নির্মান কাজের জন্য গাছ কাটতে হবে। তা না হলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে না। এদিকে, স্থানীয় জনগনের প্রতিরোধে বন বিভাগের লোক ১০৯ টুকরা গাছ উদ্ধার করে বন কর্মকর্তার অফিসে নিয়ে যাওয়া হয়। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান,গাছ কর্তন করার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান,জানান অভিযোগ হাতে পেয়েছি ঘটনার সত্যতা যাচ্ছাই করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, যে গত ৩১ মে প্রতিদিনের সংবাদে গাছ কর্তন খবর প্রকাশিত হয়।