মাছের টাকা চাওয়ায় জেলেকে মারপিট করে জোরপূর্বক মাছ নেয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হকসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে। বুধবার (২ জুন) দুপুরে ভুক্তভোগী জেলে সয়দাবাদ ইউনিয়নের ফুলবাড়ীর চর গ্রামে আমজাদ শেখের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক ও সাবেক ছাত্রলীগ নেতা আশিক ইমরানসহ অজ্ঞাত ৪৫/৫০ জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার (১ জুন) দুপুরে সহযোগীদের সাথে নিয়ে যমুনা নদীর ফুলবাড়ি চর এলাকায় বেড়জাল দিয়ে মাছ ধরছিলেন শফিকুল। এ সময় যমুনার চরে বনভোজনে আসা যুবলীগ নেতা একরামসহ ৪৫/৫০ জন নেতাকর্মী তার কাছে মাছ কিনতে যায়। ৬/৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির প্রায় ১০/১২ কেজি মাছ ডালিসহ তারা জোরপূর্বক নিয়ে নেয়। এ সময় তাদের কাছে মাছের টাকা চাইলে তারা জেলে শফিকুলকে লাথি ও কিল-ঘুষি মারে এবং মাত্র ৩ হাজার টাকা মাটির মধ্যে ফেলে দিয়ে চলে যায়। এ সময় বিবাদীরা দলীয় পরিচয় দেন এবং মাছের দাম নেওয়ার সাধ মিটাইয়া দেবে বলে হুমকি দেন। এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, মাছ কেনা নিয়ে মারধোরের কোন ঘটনা ঘটেনি। তবে থানায় অভিযোগের বিষয়টি ওসি সাহেবের মাধ্যমে অবগত হয়েছি। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, যুবলীগের সাধারণ সম্পাদকসহ কয়েক নেতাকর্মীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ