সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও আটকের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রেজিনা ইসলামের উপর স্বাস্থ্যসেবা সচিবের অফিসে নির্যাতন ও তাকে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী জেলার সাংবাদিকেরা। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল হাশেম, আলমগীর ইউসুফ, মিজানুর রহমান, জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, গাজী রুবেল ও একেএম শাহজাহান প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। একই সাথে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।