নোয়াখালীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. হাসানের ছেলে। মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজী ইদ্রিস বাজারের উত্তরে রহিম চৌকিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম একই উপজেলার সোলেমান বাজার থেকে একজন যাত্রী নিয়ে স্থানীয় বাংলা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সাদ্দামের মোটরসাইকেলটি হাজী ইদ্রিস বাজার এলাকায় সড়কে হঠাৎ পাশের একটি সংযোগ সড়ক থেকে আরেকটি মোটরসাইকেল সড়কে উঠে পড়লে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাদ্দামের গলার রগ ছিঁড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ প্রদক্ষেপ গ্রহণ করবে।