হবিগঞ্জের মাধবপুরে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় রাত আটটার পরে মাইকে প্রচারনা করার অপরাধে বাবুল হোসেন নামের এক কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। শুক্রবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালন করে এ জরিমানা করে তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় সহকারী কমিশনার বলেন রাত আটটার পর মাইকে প্রচারনা করা নির্বাচনী আইন বহির্ভূত।