কিশোরগঞ্জের ভৈরবে বৃহত্তম পাদুকা শিল্প উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে স্থানীয় মেলা কাম প্রমোশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকালে বেস্ট ফুটওয়্যার ইন্ডাস্টি লিমিটেডের আয়োজনে কমলপুর হাজী কালু মিয়া পাদুকা মার্কেটের সামনে সম্প্রসারণে স্থানীয় মেলা কাম প্রমোশনাল ক্যাম্পেইনের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মনোয়ারা বেগম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাদুকা মালকি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: আল আমিন, ডায়মন্ড ফুওয়্যার পরিচালক বাহারুল আলম বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, পপির পেইস- সু ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান প্রমুখ। পপির পেইস- সু ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় স্থানীয় মেলা কাম প্রমোশনাল ক্যাম্পেইনে পাদুকা শিল্পের ৩০টি স্টল অংশ গ্রহণ করেন। স্টল গুলোতে পাদুকা তৈরিতে ব্যবহৃত আধুনিক সরঞ্জামাদিসহ নিত্যনতুন ডিজাইনের পাদুকা প্রদর্শন করা হয়।পাদুকা শিল্পকে আরো আধুনিকায়নসহ ব্যাপক প্রসার ঘটাতে উন্নত প্রযুক্তি, উন্নত মেশিনারিজ ও মানসম্মত উপকরণ ব্যবহারের জন্য এ শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহবান জানান অতিথিরা।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ