শ্রীমঙ্গলে দেশবন্ধু সুগার মিলস লিঃ'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশবন্ধু গ্রুপ'র দেশবন্ধু সুগার মিলস লিঃ পরিবেশক (সিলেট অঞ্চল) মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত।শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে হোটেল শ্রীমঙ্গল ইন এ অনুষ্ঠিত মতবিনিময় সভা ও প্রীতিভোজে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের সিইও তোফাজ্জল হোসেন, ডিজিএম ওয়াহিদুজ্জামান লেলিন, ব্যবস্থাপক (সেলস) মিন্টু চক্রবর্তী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া খান, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক কদর আলী, সাহারা অটো রাইস মিলস লিঃ এর ব্যাবস্থাপক (সেলস) শরিফুল ইসলাম, ব্রান্ড ম্যানেজার এস এম সৈকতুল ইসলাম, দেশবন্ধু ফুড এণ্ড বেভারেজ লিঃ এর ন্যাশনাল সেলস ম্যানেজার আমিনুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (সিলেট) শফিকুল আলম, জোনাল সেলস ম্যানেজার অলক চৌহান রাহুল, মাহফুজুর রহমানসহ সিলেট অঞ্চলের সকল পরিবেশক ও ব্যবসায়ীক পার্টনারবৃন্দ।মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় দেশবন্ধু সুগারকে আরও মানসম্মত ও উন্নত গ্রাহক সেবার নিমিত্তে বিভিন্ন মতামত জানিয়ে কিছু সমস্যার সমাধান করার আশা ব্যক্ত করেন। সিইও তোফাজ্জল হোসেন দেশবন্ধু গ্রুপের কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে এই সকল সমস্যার আশু সমাধান করার আশ্বাস দেন।সভা শেষে সকলে প্রীতিভোজে মিলিত হন। প্রীতিভোজের পর আগত সকল অতিথিদেরকে দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে সৌজন্য উপহার দেয়া হয়।