অকালে এসে বান,কেড়ে নিলো সব ধান

যেদিকে দেখি শুধু পানি ছাড়া কিছু নাই 

ঘরবাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির 

নব বধূর মুখের হাসি বানের জলে হলো ম্লান 

কতো মা বাবার আদরের শিশু সন্তান 

বানের স্রোতে ভেসে গেলো আরো গোলার ধান

রাস্তা, ব্রীজ, কার্লভার্ট নদী রক্ষা বাঁধ 

বানের স্রোতে হলো ক্ষতি রেল লাইনের পাত

চাষী হারালো তার ঘরবাড়ি ও দুধেল গাভী 

বানভাসি মানুষ আরো বেঁচলো হাঁস মুরগী ও ছাগী 

ধনী,গরীব, মজুর চাষী আশ্রয় নিলো বাঁধে আসি

সেথায় তারা পলিথিন ও চট দিয়ে আব্রু বাঁচায় 

এ করুণ দৃশ্য চোখে না দেখলে বোঝানো বড় দায়!

অনেক পড়ে এলো সরকারি-বেসরকারি ত্রাণ 

না নিলেও যে অসহায়দের বাঁচেনা আর প্রাণ

হায়রে -মহা প্রলয়ঙ্করী বান.! 

যারা দু'দিন আগেও দিয়েছে সাহায্য ও দান

তারাই আজ অন্যের কাছে-নিচ্ছে দান ও ত্রাণ 

...................................................দান ও ত্রাণ।। 

 

-----------রচয়িতা----------

আমিরুল ইসলাম কবির 

সাংবাদিক, কবি ও আবৃত্তিশিল্পী 

গাইবান্ধা।  

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ