জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভিসির সংবাদ সম্মেলন
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজ সমূহে শিক্ষার সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নকল্পে মডেল কলেজ নামে একটি প্রল্প গ্রহণ করা হয়েছে।সোমবার সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এসব কথা জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অধিভুক্ত ৮টি কলেজকে স্বল্পমেয়াদি শর্তসমূহ পূরণ করতে সমর্থ হওয়ায় প্রাক মডেল কলেজ হিসাবে নির্বাচিত করা হয়েছে। আগামী ২৮সেপ্টেম্বর ২০১৮ তারিখে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত কলেজসমূহকে সনদপত্র,পুস্তক ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।