আসছে আগামী ৪ জুলাই সন্ধ্যা ৭ টায় রনস মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ রিলিজ হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রাশেদুল ইসলাম শান্তর ”তোর ব্যাথায়” শিরোনামে গানটি। মিউজিক ভিডিও তে মডেল হিসেবে রয়েছেন বর্তমান সময়ের উদীয়মান অভিনেতা,মডেল আল আমীন (বাবু) এবং জেরিন খান ও ফরহাদ শেখ মিউজিক ভিডিও টি নির্মান করেন টি ডি দিপক। নির্মাতা, মডেল ও গানটির শিল্পী রাশিদুল ইসলাম শান্ত খুবই আসাবাদী গানটি নিয়ে ভালো কিছু হবে। গানটির কথা ও সুর রাশেদুল ইসলাম শান্ত নিজেই।আর গান টির কোম্পজিশন করেন রাহাত খান।গাজীপুর খামার বাড়ী শুটিং স্পটে বিভিন্ন সুন্দর লোকেশন এ চিত্রায়িত গানটির মিউজিক ভিডিও।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ