বঙ্গবন্ধু শেখ মুজিব আমার আদর্শ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অনুপ্রেরণা : হেলেনা জাহাঙ্গীর
আমি হেলেনা জাহাঙ্গীর। আমি যা করি মন থেকে করি। দেশের জন্য, দেশের মানুষের জন্য. তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি। আমি আমার স্বল্প সামর্থ্যের মধ্যেই কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আগামী আরো কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পা রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধু শেখ মুজিব আমার আদর্শ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অনুপ্রেরণা।মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি নিত্য কাজ করার অনুপ্রেরণা পাই। আমি নিজে স্বাধীন ও স্বাবলম্বী। সমাজের অগ্রসর একজন নারী হিসেবে দেশের উন্নয়নে সামান্য অংশীদার হওয়াটাকে আমি আমার দায়িত্ব মনে করি। আর এই বোধ থেকেই আমি স্বাধীনভাবে কাজ করেছি, করছি এবং আগামীতেও করবো। আজকের এই হেলেনা জাহাঙ্গীর একদিনে তৈরি হয়নি। বর্তমানে সমাজে এই অবস্থান তৈরিতে আমাকে অনেক সময় ব্যয়, শ্রম ও মেধা খরচ করতে হয়েছে এবং হচ্ছে। আমি লক্ষ্য করছি, সম্প্রতি আমার চলা, বলা এমনকি ফেসবুকের বক্তব্যকে নিয়েও কেউ কেউ ট্রল করছেন। আমার এতোদিনের শ্রম ও ঘাঁমে অর্জিত সুনামকে ক্ষুন্ন করার চেষ্টা করছেন। তারা হয়তো জানেন না, প্রত্যেকটি সমালোচনা থেকে আমি শিক্ষাগ্রহণ করি। নিজেকে শোধরানোর চেষ্টাও করি কারণ আমি মনে করি দোষ ও গুণের সমন্বয়ে মানুষ তৈরি হয়। আর আমি যেহেতু একজন মানুষ তাই আমার গুণের পাশাপাশি কিছু দোষ থাকতেই পারে। কিন্তু কখনো কখনো সত্যিই খুব অসহায় বোধ করি, যখন দেখি আমার গুণের চেয়ে দোষ নিয়ে বেশী আলোচনা হয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা আমার বন্ধু তো নয়ই, দেশেরও ভালো চান না। দেশবাসীর কাছে নিশ্চিত করে বলতে পারি যে, আমি বা আমার প্রতিষ্ঠান সবসময়ই দেশ এবং দেশের মানুষের কল্যাণে নিবেদিত। বঙ্গবন্ধুর কষ্টে অর্জিত এই দেশকে কোনভাবেই ক্ষতিকর অবস্থায় আবারো পৌঁছতে দেয়া যাবে না। এজন্য সকলকে একসাথে মিলে মিশে কাজ করতে হবে। সমাজ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে, নেতিবাচক মানসিকতাকে বদলাতে হবে। উৎসাহিত করতে হবে পরিশ্রমকে, সৃজনশীলতাকে। আসুন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে সোনালী মানুষে ভরে দেই। সেজন্য কাউকে ছোট করে, টিটকারী করে কিংবা হেয় করে অসন্মানিত না করি। কারণ সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সকল মানবিক সীমাবদ্ধতাকে জয় করে আমি যেনো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরিতে কিছু হলেও অবদান রাখার সৌভাগ্য অর্জন করি।