মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সময় নিজ দলের প্রার্থী নাঈমুর রহমান দুর্জয়ের প্রতি সমর্থনও জানিয়েছেন তিনি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ারুল হক বলেন, তিনি আওয়ামী লীগের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এ ছাড়া দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য নিজের সমর্থকদের প্রতিও আহ্বান জানান তিনি। ২০০৮ সালে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বিএনপির তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে পরাজিত করেছিলেন এবিএম আনোয়ারুল হক। কিন্তু ২০১৪ সালে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পান নাঈমুর রহমান দুর্জয়। তিনি জাসদ প্রার্থী আফজাল হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে এবিএম আনোয়ারুল হকও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুর্জয় আবারও মনোনয়ন পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এবিএম আনোয়ারুল হক। এতে সিংহ প্রতীক পেলেও তিনি প্রচার শুরু করেননি। অবশেষে দলের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন তিনি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হলে এবিএম আনোয়ারুল হক জানান, অসুস্থতার কারণে তিনি নির্বাচনী প্রচার চালাতে পারেননি। তবে কয়েক দিনের মধ্যে দলের প্রার্থী নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষে তিনি মাঠে নামবেন বলে জানান। আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় সাবেক এমপি আনোয়ারুল হকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ