বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে মাহীসহ যুক্তফ্রন্টের তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিকল্পধারার মহাসচিব বলেন, আমরা ৩টি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটি আসনে পাবো বলে আশা করছি।মাহী বি চৌধুরী মুন্সীগঞ্জ -১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে। এছাড়া বিকল্প ধারার অপর দুই চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হলেন- লক্ষ্মীপুর ৪ আসন থেকে মেজর (অব:) আব্দুল মান্নান এবং ‌মৌলভীবাজার ২ আসন থেকে এম এম শাহীন।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ