রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বুধবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।দুমড়েমুচড়ে যাওয়া ওই গাড়িটির মালিক জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল। তার বাড়ি মহানগরীর উপশহর এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তফা কামাল তার মেয়েকে বিশ্ববিদ্যালয় চারুকলায় নামিয়ে দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। কপোতাক্ষ নামের ট্রেনটি বেলা ২টা ১০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে খুলনার দিকে যাচ্ছিল।বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, চালকের অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি শুনেই ঘটনাস্থলে যান। এ রেল ক্রসিংটি অরক্ষিত৷ তাই এখান দিয়ে পারাপারপর সময় আরও সাবধানতা অবলম্বন করতে হবে বলেও মন্তব্য করেন রাবি প্রক্টর লুৎফর রহমান।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ