ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে স্যানিটারির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শুভ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।শুভ শহরের বিরাসার এলাকার নান্নু মিয়ার ছেলে। তিনি স্যানিটারি মিস্ত্রিদের সহযোগী হিসেবে কাজ করতেন।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সরকারপাড়া এলাকার মহিউদ্দিন মিয়ার বাড়িতে বেশ কিছুদিন ধরে স্যানিটারির কাজ চলছে। সেখানে শুভও কাজ করছিলেন। বৃহস্পতিবার সকালে কাজের সময় পাইপ কাটার মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এ বিষয়ে যদি কেউ থানায় অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ