সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি ডোবার দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী একটি ডোবার দখল ঘিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১৫ জন।নিহত আনোয়ার কাজী (৬৫) ভাটিপাড়া গ্রামের প্রয়াত আব্দুল আউয়াল কাজীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজাহান কাজী ও তার আপন চাচাতো ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার কাজীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। সম্প্রতি গ্রামের পার্শ্ববর্তী ইছাবরের কান্দার একটি ডোবার মালিকানা নিয়ে এই বিরোধ আরো বেড়ে যায়। এই বিরোধের জেরেই বুধবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জলমহাল দখল করতে গেলে সংঘর্ষ বাধে। এসময় ঘটনাস্থলেই সানোয়ার কাজীর বড় ভাই আনোয়ার কাজী নিহত হন। এছাড়া স্বাধীন কাজী, সানোয়ার কাজী, রুহুল আমিন কাজী, হিরো কাজী ও পাকুল কাজীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের সিলেটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান, জমির পাশের ডোবা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।  ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে বশির আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ