খুলনার মাগুরায় বিষাক্ত মদ পানে ২ যুবকের মৃত্যু
মাগুরা শহরের সাহাপাড়া এলাকায় বিষাক্ত মদ পান করে অলিপ চক্রবর্তী (৩৪) ও পলাশ অধিকারী (৩৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ নভেম্বর) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহত অলিপ সাহাপাড়া এলাকার রতন চক্রবর্তীর ছেলে এবং পলাশ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পরিমল অধিকারীর ছেলে।সাহাপাড়া এলাকার বাসিন্দা লিটন সাহা জানান, রোববার (১৮ নভেম্বর) রাতে শহরের নতুন বাজার এলাকায় বিষাক্ত মদ পান করলে ওই দু’জন অসুস্থ হয়ে পড়েন। এসময় তাদের উদ্ধার করে ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৭টার দিকে পলাশ অধিকারী ও বেলা ১১টায় অলিপ চক্রবর্তী মারা যান।মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।