মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার
মাগুরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।