ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ভোলায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সেই গাড়িটির চাপায় পড়ে ইয়ামিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে ভোলা-ইলিশা সড়কের হাজিরজাট বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ ট্রাক ও এতে থাকা চালকের হেলপার রনিকে আটক করেছে পুলিশ।ইয়ামিন সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। তিনি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের গাড়িচালক ছিলেন।ভোলা সদর মডেল থানার (ওসি/তদন্ত) মনিরুল ইসলাম জানান, রাতে ট্রাকটি ভোলা থেকে ইলিশার দিকে যাচ্ছিল। মোটরসাইকেল আরোহী ইয়ামিন ট্রকটিকে ওভারটেক করতে গিয়ে গাড়িটির চাপায় পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাক ও হেলপারকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মনিরুল ইসলাম।