মানিকগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে হাবিবুর রহমান হাবিজ (৪১) নামে এক মাদকবিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। হাবিজ সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম  জানান, ইয়াবা ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত হাবিজ। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে বান্দুটিয়া এলাকার নিজ বাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।পরে তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ড দেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ