বান্দরবান জেলার থানচি উপজেলায় শংখ নদীতে নৌকাডুবির ঘটনায় নিজাম উদ্দিন (২৪) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার সকালে তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় পানিতে ডুবে থাকা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি কাঠের নৌকা ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।রেমাক্রি থেকে ইঞ্জিনচালিত এই নৌকাযোগে বেশ কয়েকজন কাঠুরে থানচি উপজেলা সদরে ফিরছিলেন। নিখোঁজ নিজাম উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার টইটং এলাকার বাসিন্দা। তিনি কাঠ শ্রমিকদের রান্না-বান্নার কাজ করতেন।তিন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মং প্রু মারমা জানান, পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে যাওয়ার পরপরই অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠে আসলেও নিজাম উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে থাকা কোনো পাথরের নিচে আটকে আছেন।তিনি জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।মং প্রু মারমা জানান, শংখ নদীর বড় পাথর এলাকায় অসংখ্য পাথর নদীতে ডুবে ও ভেসে থাকে। প্রচণ্ড স্রোতের কারণে এর আগেও পাথরের সঙ্গে ধাক্কা লেগে বেশ কয়েকটি নৌ দুর্ঘটনা ঘটেছে।আমাদের থানচি উপজেলা প্রতিনিধি জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত টানা চেষ্টা চালিয়েও নিখোঁজ নিজাম উদ্দিনের কোনো সন্ধান মিলেনি। 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ